বয়ান নিজের কথা বলতে চায় না, মানুষের কথা দ্বিগুণ স্বরে হাজির করতে চায়। বয়ান তার কথা, তাদের কথা নিয়ে হাজির হতে চায় যাদের কথা সবচেয়ে ক্ষীণ, যাদের কথা শোনা যায় না!! আপনার কথা স্পষ্ট স্বরে বয়ান এ রূপান্তর করাই "বয়ানের" কাজ।