সংস্কারের ডাক
সালেহা সাকিবা
বাংলাদেশের রাজনীতিতে আস্থা ও জবাবদিহির ঘাটতি নিয়ে জনমনে দীর্ঘদিনের হতাশা থাকলেও সাম্প্রতিক সময়ে নাগরিক সমাজে পরিবর্তনের প্রত্যাশা দৃশ্যমানভাবে জোরালো হয়েছে। দলীয় অনুগত রাজনীতির সীমাবদ্ধতা, প্রশাসনিক অস্বচ্ছতা ও নেতৃত্বের কেন্দ্রীয়করণের বিরুদ্ধে এখন সাধারণ মানুষও ক্রমশ উচ্চকণ্ঠ। এমন এক প্রেক্ষাপটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পরিচালিত সাম্প্রতিক জরিপটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—দেশের জনগণ আর কেবল পর্যবেক্ষক নয়, তারা এখন রাজনৈতিক কাঠামোয় মৌলিক সংস্কার চায়।
বাংলাদেশের জনগণ রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে - এমনই স্পষ্ট বার্তা উঠে এসেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পরিচালিত সাম্প্রতিক জরিপে। দলীয় আধিপত্য, দুর্নীতি ও একব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে জনগণের অবস্থান এখন আগের চেয়ে আরও দৃঢ় বলে জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণা হলো - বাংলাদেশের মানুষ নীতি বা সংস্কারের বিষয়গুলো বোঝে না, তারা কেবল আবেগভিত্তিক ভোট দেয়।
কিন্তু ‘সুজন’-এর এই জরিপ সেই ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে। জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের অধিকাংশই দেশের রাজনৈতিক কাঠামোতে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ’সুজন’ এর এই জরিপ প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ সংস্কারের প্রয়োজন বোঝে, তা কামনাও করে। তারা চায় একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা।



