বয়ান কি?
পষ্ট কথায় কষ্ট নাই। বয়ান মানে পষ্টকথা কষ্ট হলেও ঠিকঠাক মত বলা। জবান আছে তো বয়ান আছে। নাগরিকের জবান না থাকলে বয়ান নাই।
কেন এলো?
আবার ঠিকঠাক মতো বয়ান তৈরি করতে না পারলে জবানের স্বাধীনতাও রক্ষা করা যায় না। এ জন্য "বয়ান" নাগরিকের জবানের পক্ষে কথা বলবে, নাগরিকের জানমালের পক্ষে অধিকারের পক্ষে বয়ান নির্মাণ করবে। পিরোজপুর থেকে সিরাজগঞ্জ, রামু থেকে নওগাঁ বয়ান সাধারণ মানুষের জবানকে ময়দান থেকে ডিজিটাল প্লাটফর্ম এ হাজির করতে চায়।
কার বয়ান?
বয়ান নিজের কথা বলতে চায় না, মানুষের কথা দ্বিগুণ স্বরে হাজির করতে চায়। বয়ান তার কথা, তাদের কথা নিয়ে হাজির হতে চায় যাদের কথা সবচেয়ে ক্ষীণ, যাদের কথা শোনা যায় না!! আপনার কথা স্পষ্ট স্বরে বয়ান এ রূপান্তর করাই "বয়ানের" কাজ।
কেন সাবস্ক্রাইব করবেন?
আপনার কথা আপনার ইনবক্সে পাক্ষিক নিউজলেটার আকারে পেতে চাইলে এখনি সাবস্ক্রাইব করুন।
